ডায়াগনস্টিক সেবা সমূহ

আধুনিক ইনষ্ট্রুমেন্ট নিয়ে সজ্জিত আমাদের ডায়াগনোষ্টিক বিভাগ। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ও সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ডিজিটাল এক্স-রে, ১২ চ্যানেল ই.সি.জি, ফোর ডি কালার ডপলার আলট্রাসনোগ্রামের মাধ্যমে আমরা রোগীদের শারীরিক পরীক্ষার নিখুত রিপোর্ট প্রদান করছি। বিশেষজ্ঞ চিকিৎসক ও অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ডিপ্লোমাধারী  টেকনোলজিষ্ট গণ শারীরিক পরীক্ষা ও রিপোর্ট প্রদান করে থাকেন।

শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক ইনষ্ট্রুমেন্ট দিয়ে  সজ্জিত আমাদের প্যাথলজি ল্যাবরেটরি। প্রয়োজনীয় সকল প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা আধুনিক মেশিনের মাধ্যমে ডিপ্লোমাধারী টেকনোলজিষ্ট গণ করে থাকেন। কম্পিউটার নিয়ন্ত্রিত সকল শারীরিক পরীক্ষা নিরীক্ষা আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে প্যাথলজিক্যাল রিপোর্ট করা হয়ে থাকে।

রিপোর্ট সংরক্ষনের পদ্ধতি: রোগীদের পরীক্ষা-নিরীক্ষার  সকল রিপোর্ট  প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। প্রত্যেক রোগীকে আইডেন্টিফাই করার জন্যে একটি আই.ডি নাম্বার দেয়া হয়। কারো রিপোর্টের প্রয়োজন হলে পৃথিবীর যে কোন জায়গায় ( ইন্টারনেট কানেকশান থাকতে হবে) থেকে আমাদের ওয়েবসাইটে ঢুকে তাকে প্রদত্ত আই.ডি নাম্বার দিয়ে রিপোর্ট দেখতে বা প্রিন্ট করতে পারবেন।